৩৫ বয়সসীমা দাবিতে এবার সার্টিফিকেট ছিঁড়লেন শিক্ষার্থীরা
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৩:২১
৩৫ বয়সসীমা দাবিতে এবার সার্টিফিকেট ছিঁড়লেন শিক্ষার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ ৩ দাবিতে এবার সার্টিফিকেট ছিঁড়েছেন ৩৫ বয়সসীমা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরআগে একই দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর উড়োচিঠি দিয়েছেন তারা।


১০ জুন (শনিবার) দুপুর ১টায় শাহবাগ প্রজন্ম চত্বরে সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরআগে বেলুন উড়িয়ে ৩৫ বয়সসীমা দাবিতে প্রধানমন্ত্রীকে উড়ো চিঠি দেন তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই কর্মসূচিগুলো পালন করা হয়েছে। এদিকে এখন অবধি শাহবাগে তাদের শিক্ষার্থী সমাবেশ চলমান রয়েছে।


৩৫ বয়সসীমার আন্দোলনের বিষয়ে আন্দোলনকারী সংগঠনের আহ্বায়ক মো.শরিফুল হাসান শুভ বিবার্তাকে বলেন, দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেশনজট থাকা, করোনার কারণে ২ বছর নষ্ট হওয়াসহ নানা কারণে ৩৫ বয়সসীমা করাটা এখন সময়ের দাবি। আর এই দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে মানববন্ধন, সভা-সমাবেশ, সেমিনারসহ নানা কর্মসূচি পালন করে আসছি। দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরাও আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা আজ শাহবাগ প্রজন্ম চত্ত্বরে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করেছি। আমরা চাই অবিলম্বে যৌক্তিক এই দাবি বাস্তবায়ন করা হোক। অন্যথায়, আমরা রাজপথ ছাড়বো না।


আরো পড়ুন: ৩৫ বয়সসীমাসহ ৩ দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ


বিবার্তা/রাসেল/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com