আরও ৭২১ বাংলাদেশি সুদান থেকে ফিরলেন
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৮:৪৫
আরও ৭২১ বাংলাদেশি সুদান থেকে ফিরলেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে আরও ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া আরও ১৬০ জন দেশে ফেরার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।


বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


সেহেলী সাবরীন বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে জেদ্দায় আনা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।


এর আগে, গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি।


সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের কারণে দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com