জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার তাগিদ রাষ্ট্রপতির
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৪:৫৬
জনগণের অর্থের সঠিক ব্যয়  নিশ্চিত করার তাগিদ রাষ্ট্রপতির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।


৭মে, রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশকালে এ নির্দেশ প্রদান করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন।


রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি, অডিট আপত্তি নিষ্পত্তিতে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি ।


এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির নিকট ৪৭ টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন ।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com