বিদেশিরাও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ১০:১২
বিদেশিরাও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে। তবে এই এলাকায় এখনো সাধারণ মানুষের উচ্ছাস বিরাজ করছে। বৈশাখের গানের তালে তালে নাচছেন তারা। ফলে চারুকলার আশপাশ এখনো মুখরিত। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে অংশ নিয়েছেন বিভিন্ন বিদেশি নাগরিকও। তাদের সাধারণ মানুষের সাথে নববর্ষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, ডেনমার্ক, ফান্স, সুইডেনসহ বেশ কয়েকটি দেশের বিদেশি নাগরিক মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তাদের কেউ বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার কেউবা বাঙালিদের শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে তাদের সাথে সেলফি তুলতে ভিড়ও করছেন সাধারণ মানুষ।



ডেনমার্কের নাগরিক স্টুয়ার্ড বিবার্তাকে বলেন, এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে। শুভ নববর্ষ।


এর আগে শুক্রবার, ১৪ এপ্রিল সকাল ৯টা ৫ মিনিটে ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সাড়ে ৯ টার দিকে শেষ হয়।



বিবার্তা/রাসেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com