নির্বাচনে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কিছু না করাই শ্রেয় : সিইসি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৫:১৫
নির্বাচনে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কিছু না করাই শ্রেয় : সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচনের দিন বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কিছু না করাই শ্রেয় বলে মত দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ‘মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট স্লো (ধীরগতি) করা হয় তাহলে ভোট বিতর্কিত হওয়ার শঙ্কা থাকে। অনেকেই ভাববেন অপকর্মের জন্য এটা করা হচ্ছে,’ তিনি জানান


সোমবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে সাংবাদিক নীতিমালা নিয়ে মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন।


দ্বাদশ ভোটের আগেই বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরলে তার প্রেক্ষিতে সিইসি এমন আশঙ্কা প্রকাশ করেন। কাজী হাবিবুল আউয়াল বলেন,' ইন্টারনেট স্লো করা যদি অপকৌশল হিসেবে করা হয়, তাহলে নির্বাচনকে ব্যাপকভাবে বিতর্কিত করবে। এটা সরকারের অনুধাবন করা উচিত। তিনি আরো বলেন, সরকার যদি স্বচ্ছতায় বিশ্বাস করে, নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, তাহলে নির্বাচনের দিন এই জিনিসগুলো না করলেই বোধহয় ভাল হবে। কেননা, এতে সন্দেহের উদ্রেক হবে।


সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন,'যতই উনাদের বাধা দেওয়া হবে ততই উনাদের মনে হবে ডাল ম্যা কুচ কালা হ্যায়। এই ধরণের একটা ভাব সৃষ্টি হতে পারে। আমি বিশ্বাস করি স্বচ্ছতা লাগবে। স্বচ্ছতা না হলে আমরা আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়েছে হয়তো পুরোটাই সত্য নয়। কাজেই স্বচ্ছতার বিষয়টাতে আমাদের জোর দিতে হবে।'


পুলিশ সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয় না বিষয়টি নির্বাচন কমিশনের সিরিয়াসলি নিতে হবে জানিয়ে তিনি বলেন,'যদি নির্বাচন কমিশন থেকে আপনাদের অথরাইজ করা হয় সেই অথরিটির ওপর পুলিশ আপনাদের ঢুকতে দিচ্ছে না আপনারা ছবি তুলে দেখাবেন। আমাদের বিষয়টি অবহিত করতে পারবেন। এই লক্ষ্যে যাতে আপনাদের বাধা না দেন যতটুকু আমরা বিষয়টা দেখবো।'


গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন,'গণমাধ্যমের মাধ্যমে যদি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার সুযোগটা বেড়ে যাবে।গণমাধ্যমে বিপক্ষে কখনোই আমাদের অবস্থান নয়। '


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com