জাতীয়
‘স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে’
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ২১:১৫
‘স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আত্মকেন্দ্রিক না হয়ে সবাই মিলে মানবিক কাজ করতে হবে। তাহলেই সবার কল্যাণ হবে। সবকিছুর ব্যাপারে মেধাবী শিক্ষার্থীদের সচেতন হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে।


ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় সাংস্কৃতিক সন্ধ্যা ও বারবিকিউ পার্টির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঝিনাইদহ-হরিণাকুন্ডু উপজেলা ছাত্রকল্যাণ সমিতি।


সাইদুল করিম মিন্টু আরো বলেন, 'মা-বাবা, শিক্ষক ও গুরুজনকে সম্মান করলে জীবনে সফলতা আসবে। কাউকে ঠকিয়ে, প্রতারণা করে সামনে এগোনো যাবে না। জীবনে মহৎ কাজ দেখানো যায় না। খারাপ কাজ সহজেই দেখানো যায়। তাই জীবনে মহৎ কাজ জরুরি।'


অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রাজিব কুমার দাস, চিকিৎসক রথীন্দ্র নাথ সরকার, ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ হোসেন সাগর, জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুস রানা প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঝিনাইদহ-হরিণাকুন্ডু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোস্তাক আলী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com