বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি, রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে আজ থেকে শুরু হয়েছে।


এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করতে ও ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। এ মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার স্কোয়াড্রনসমূহ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমান বাহিনীর সব সদস্যরা অংশগ্রহণ করছেন।


আইএসপিআর আরও জানায়, মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবেন। বিমান বাহিনীর সব যুদ্ধাস্ত্র ও জনবল, এ যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসির (এয়ার উইং) বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করছে।


বিবার্তা/রিয়াদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com