শিরোনাম
ঢামেক গেটে দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ২২:২৪
ঢামেক গেটে দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সচাপায় হতাহতের ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। চালকের অদক্ষতার কারণেই এমনটা হয়েছে। তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার শাস্তি নিশ্চিত করা হবে।


শনিবার বিকেলে ঢামেকে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


এদিকে, চিকিৎসাধীন একটি জোড়া (পাইগোপেগাস) মেয়ে শিশুর চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম। শিশু ওয়ার্ডে মেয়েটিকে দেখতে গেলে শিশুটির মা-বাবা চিকিৎসা ব্যয় বহনে নিজেদের অসামর্থ্যরে কথা জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী সরকারিভাবে চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন। মন্ত্রী শিশুটির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।


তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকরা বলেছেন অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া শিশুকে পৃথক করা সম্ভব হবে।


পরে স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com