শিরোনাম
সমুদ্রসীমা রক্ষায় কাজ করবে চীন-বাংলাদেশ: শি জিনপিং
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৬:৫২
সমুদ্রসীমা রক্ষায় কাজ করবে চীন-বাংলাদেশ: শি জিনপিং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে। শুক্রবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা ১০ মিনিটে।


এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের সঙ্গে বাংলাদেশের ২৬ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও ছয়টি প্রকল্পের উদ্বোধন করা হয়।


এসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এখন নতুন যুগের সূচনা করেছে। ২০১৭ সাল হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের বছর। বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী ও বন্ধু।


তিনি আরোবলেন, ইতিহাসের নতুর মাত্রায় দুই দেশের সম্পর্ক জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে। সড়ক অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে চীন।বেইজিং উন্নয়নশীল সহযোগিতার অংশীদার হতে চায়। সমুদ্রসীমা রক্ষায় চীন ও বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও তিনি জানান।


এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে সফল বৈঠক হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো উন্নত হলো। দুই দেশের মধ্যকার বিভিন্ন চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে সম্পর্ক আরো প্রগাঢ় ও শক্তিশালী হলো। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চীন সহযোগিতা করবে।


বিবার্তা/আমিন/রয়েল


>>দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা-শি জিনপিং


>>‘বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার’

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com