শিরোনাম
একাত্তরে বাংলাদেশের জন্য গেয়েছিলেন বব ডিলান
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:২৬
একাত্তরে বাংলাদেশের জন্য গেয়েছিলেন বব ডিলান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য দিকপাল সেতারবাদক পণ্ডিত রবিশংকর আয়োজন করেছিলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ওই কনসার্ট হয়।


পণ্ডিত রবিশংকর ও ওস্তাদ আলী আকবর খানের সাথে বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলেসর জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টারসহ কিংবদন্তি তারকা বব ডিলানও সঙ্গীত পরিবেশন করেন ওই অনুষ্ঠানে।


দ্য কনসার্ট ফর বাংলাদেশ-এর বড় আকর্ষণ ছিলেন বব ডিলান ও জর্জ হ্যারিসন। বব ডিলান ওই অনুষ্ঠানে গেয়েছিলেন পাঁচটি গান। অসাধারণ গিটার বাজিয়েছিলেন এরিক ক্ল্যাপটন। জর্জ হ্যারিসন আটটি গান গেয়েছিলেন। এর একটি ছিল বব ডিলানের সঙ্গে।


কনসার্টের শুরুতে পণ্ডিত রবিশংকর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রথম ভাগে ভারতীয় সংগীত থাকবে। এর জন্য কিছু মনোনিবেশ দরকার। পরে আপনারা প্রিয় শিল্পীদের গান শুনবেন। আমাদের বাদন শুধুই সুর নয়, এতে বাণী আছে। আমরা শিল্পী, রাজনীতিক নই। বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে। বাংলাদেশের পল্লীগীতির সুরের ভিত্তিতে আমরা বাজাব 'বাংলা ধুন'।' তিনি 'বাংলা ধুন' নামের একটি নতুন সুর সৃষ্টি করেছিলেন। সেটি দিয়েই আলী আকবরের সঙ্গে যুগলবন্দিতে কনসার্ট শুরু হয়েছিল।


এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান। মার্কিন নাগরিক বব ডিলান একজন গায়ক ও গীতিকার।


বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৩তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস।


ঘোষণায় বলা হয়, ‘আমেরিকার সংগীতধারায় নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টির’ জন্য ৭৫ বছর বয়সী রক, ফোক ও কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন্য বেছে নেয়া হয়।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com