শিরোনাম
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু সোমবার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২০:৫৮
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু সোমবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা সোমবার (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষাটি সোমবার (২৯ নভেম্বর) শুরু হয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত আবশ্যিক বিষয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে।


পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে বই-পুস্তক, সব প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া পরীক্ষার কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করেছে পিএসসি।


উল্লেখ্য, গত ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। উত্তীর্ণরাই এ পরীক্ষায় অংশ নেবেন।


বিবার্তা/ফরিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com