শিরোনাম
’৭২-এর সংবিধানের দাবিতে উত্তাল শহীদ মিনার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৬:৩২
’৭২-এর সংবিধানের দাবিতে উত্তাল শহীদ মিনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাম্প্রদায়িক হামলা,লুটপাট,অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানিয়ে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার দাবিতে উত্তাল রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।


বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১ আয়োজিত প্রতিরোধ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। দলে দলে, মিছিলে মিছিলে স্বাধীনতার স্বপক্ষের মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে ৭২ এর সংবিধানের দাবিতে মুখর রেখেছে শহীদ মিনারকে।


প্রতিরোধ সমাবেশ থেকে গৌরব ’৭১ সংগঠন ৬ দফা দাবি জানায়। দাবিগুলো হলো -


১. রাষ্ট্রকে ৭২ এর সংবিধানে ফিরতে হবে।


২. সকল সাম্প্রদায়িক হামলার মামলা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করতে হবে।


৩. মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে স্বাধীনতাবিরোধী কাউকে স্থান দেয়া চলবে না।


৪. ভবিষ্যত প্রজন্মকে অসাম্প্রদায়িক গড়তে পাঠ্যক্রমে আমুল পরিবর্তন করে একমুখী শিক্ষাব্যবস্থা করতে করতে।


৫. উৎসব এবং পার্বণকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনর্জাগরণ করতে হবে।


৬. সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে।


গৌরব ৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড.মুহাম্মদ সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি,নাট্যকার মামুনুর রশিদ, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী প্রমুখ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বুদ্ধিজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


বিবার্তা/রাসেল/সোহেল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com