শিরোনাম
‘রোহিঙ্গা ও আটকাপড়া পাকিস্তানিরা বোঝা হয়ে দাঁড়িয়েছে’
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৭:১৯
‘রোহিঙ্গা ও আটকাপড়া পাকিস্তানিরা বোঝা হয়ে দাঁড়িয়েছে’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা ও আটকাপড়া পাকিস্তানিরা বাংলাদেশের জন্য বোঝা। তারা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান লিউয়েন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর এরই মধ্যে তিন বছর অতিবাহিত হয়েছে এবং তারা আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা কক্সবাজারে পরিবেশ ও বনসম্পদ ধ্বংস করছে।


এ সময় নেদারল্যান্ডের দূত রোহিঙ্গা ইস্যু সম্পর্কে বলেন, এ বিষয়টি নিয়ে তিনি উদ্বাস্তু ও এনজিওকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তার কাছে মনে হয়েছে, রোহিঙ্গাদের নিজস্ব মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দেয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com