শিরোনাম
২৪ ঘণ্টায় হাসপাতালে আরো ২৪১ ডেঙ্গুরোগী
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৬
২৪ ঘণ্টায় হাসপাতালে আরো ২৪১ ডেঙ্গুরোগী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনার প্রকোপ অনেকটা কমে এলেও নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন।


এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯০০ ও বাইরের হাসপাতালে ২০৭ জন ভর্তি রয়েছেন।


রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৭০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৩৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।


চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৭০১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৩৪৬ জন রোগী ভর্তি হন।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com