শিরোনাম
করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু আজ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ০৯:০১
করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু আজ
বিবfর্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। যারা গত ৭ ও ৮ ফেব্রুয়ারি বা তার আগে টিকা নিয়েছেন আজ তারা দ্বিতীয় ডোজ পাবেন।


দুইদিন আগে থেকে তাদের মোবাইল নম্বরে এসএমএস যেতে শুরু করেছে। এসএমএস না গেলেও প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে টিকা দেয়া যাবে।


স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, যারা ২৭ ও ২৮ জানুয়ারি এবং ৭ ও ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের কারো কাছে কোনো কারণে এসএমএস না গেলেও আগের নির্ধারিত কেন্দ্রে টিকা কার্ড নিয়ে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ দিতে পারবেন।


তিনি জানান, একই সঙ্গে যথারীতি টিকার প্রথম ডোজও চলতে থাকবে।


স্বাস্থ্য অধিদফতরের আরেক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৫৫ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দেশে মোট টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। হাতে আছে ৪৭ লাখ ডোজ। আট লাখের ঘাটতি রয়েছে।


এর আগে, ২৭ জানুয়ারি দেশে একজন নার্সকে টিকা দেয়ার করোনাভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com