শিরোনাম
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবির
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।


শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করে তথাকথিত প্রভাবশালী গোষ্ঠীর হাতে ভিন্নমত দমনের মোক্ষম হাতিয়ার তুলে দেয়া হয়েছে। মুশতাকের মৃত্যুই প্রমাণ করে যে, সমালোচনা সইবার মতো সৎসাহস সরকার তথা রাষ্ট্রযন্ত্রের নেই। গণতন্ত্র ও সংবিধানের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে এ ঘটনায় সংশ্লিষ্ট সব বিভাগ ও ব্যক্তিকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে।’


গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে টিআইবি দাবি করছে, ২০২০ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫৭ ব্যক্তিকে অভিযুক্ত করে ১৯৭টি মামলা হয়েছে। ৪১টি মামলায় ৭৫ জন পেশাদার গণমাধ্যমকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এ আইনে করা অধিকাংশ মামলার বাদী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ক্ষমতাসীন দলের নেতাকর্মী।


বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি যে বিরোধী মত ও সমালোচকদের কণ্ঠরোধ করতেই কার্যত ব্যবহৃত হচ্ছে, তা বলা অত্যুক্তি হবে না। আইনটি বহাল রেখে দেশে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার চর্চা অব্যাহত আছে দাবি করা অবান্তর। অবিলম্বে এ বিতর্কিত আইন বাতিলের দাবি জানাচ্ছি আমরা।’


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com