শিরোনাম
সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ-জাপান
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫১
সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ-জাপান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে ঐক্যমত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।


বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হয় ভার্চুয়ালি।


বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছি আমরা।


তিনি আরো বলেন, বৈঠকে আগামী ২০২২ সালে বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উভয়পক্ষ একমত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com