শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে: সেতুমন্ত্রী
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:৩২
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে: সেতুমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীন সরকারেরর অর্থায়নে জি-টু-জি ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক উভয়পাশে পৃথক সার্ভিসলেনসহ চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।


রবিবার এ লক্ষ্যে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর সাথে সড়ক ও জনপথ অধিদফতরের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত ব্যয় নির্ধারণ করে।


মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীতে যতগুলো মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে তার সবগুলোর দু’পাশে ধীর গতির যানবাহন চলাচলের জন্য পৃথক সার্ভিসলেন থাকবে।


চুক্তিতে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে সই করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ এম এ মোমিন, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর প্রেসিডেন্ট মি. তাং শিয়াওলিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com