
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ১২০ রানে হারিয়ে ৩-০’তে সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার। ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এ সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার এবং সবমিলিয়ে প্রতিপক্ষকে ১৪তম বারের মতো হোয়াইটওয়াশ করার কীর্তি দেখাল বাংলাদেশ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে এখন টাইগাররা।
৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ানে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। আর ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।তিন ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে আটে পড়ে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]