শিরোনাম
সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:০৩
২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন বেড়ছে। আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজারে মেগাওয়াটে উন্নীত হবে।


মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে আলী আজম (ভোলা-২) এর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং যথা সময়ে সেগুলো বাস্তবায় লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে। এ পরিকল্পনাসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।


তিনি আরো বলেন, বর্তমানে মোট ১৪ হাজার ৩৪৫ মেগাওয়াট ক্ষমতার ৪১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০২১ হতে ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। মোট ২ হাজার ৮৯৯ মেগাওয়াট ক্ষমতার ১৮টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২১ হতে ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com