শিরোনাম
বেসরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:১৭
বেসরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক অনলাইনে পরিচালিত বাছাই প্রক্রিয়ার ফল প্রকাশিত হয়েছে।


রবিবার বেলা সাড়ে তিনটায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।


নির্বাচিতদের তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের(এনটিআরসিএ) ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) -এ পাওয়া যাবে।


প্রকাশিত ফলাফলে দেখা যায়, ছয় হাজার ৪৭০ প্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৬৯ পদ ছিল। শূণ্য পদে আবেদন পড়েছে ১৩ লাখ ৭৫ হাজার ১৮৭ জন। এদের মধ্যে নির্বাচিত হয়েছেন ১২ হাজার ৬১৯ জন।


৭১৮ পদে কোনো আবেদন পাওয়া যায়নি। বিভিন্ন কারণে বাছাই স্থগিত হয়েছে ৬৮৫ পদে। আর মামলার কারণে স্থগিত হয়েছে এক হাজার ৯৫ পদের।


এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এএমএম আজহার।


উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজন প্রীতি বন্ধ ও মেধাবীদের শিক্ষককতা পেশায় আগ্রহ সৃষ্টি করতে গত ২২ অক্টোবর এনটিআরসিএ আইন সংশোধনের গেজেট প্রকাশ করে শিক্ষক নিয়োগ বন্ধে ১১ নভেম্বর একটি পরিপত্র জারি করে। এনটিআরসিএ’কে সরকারি কর্মকমিশনের (পিএসসি) আদলে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন’-এ রূপান্তরিত করার জন্য দেশের বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে কর্মশালার আয়োজন করে। এরপর গত ৩০ ডিসেম্বর এক পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা জারি করে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com