শিরোনাম
পাতারটেকে নিহত জঙ্গিদের বিরুদ্ধে মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৫:০৯
পাতারটেকে নিহত জঙ্গিদের বিরুদ্ধে মামলা
প্রিন্ট অ-অ+

গাজীপুরের পাতারটেকে র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানে নিহত সাত জঙ্গি নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। রবিবার দুপুরে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদি হয়ে থানায় মামলা করেন।


ওসি রেজাউল হাসান বলেন, পাতারটেকে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে আকাশের পরিচয় পাওয়া গেছে। তবে অপর ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ছিলেন। তার পুরো নাম ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।


অপরদিকে হাড়িনাল লেবু বাগানের ব্যবসায়ী আতাউর রহমানের বাড়ির দুই জঙ্গির নাম র‌্যাবের মিডিয়া বিভাগের পরিচালক মুফতি মাহমুদ সংবাদিকদের জানিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম রাশেদুল ইসলাম এবং অপর জনের নাম তৌহিদুল ইসলাম।


গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে বলেও জানা গেছে। সেখানে মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।


বিবার্তা/তুহিন/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com