শিরোনাম
এমসিকিউতে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১২:৩৮
এমসিকিউতে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৭ সালের এসএসসি ও এইচএসসির এমসিকিউতে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে দেশের বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে গঠিত পরামর্শক কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।


তিনি বলেন, ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকেই এমসিকিউতে ১০ নম্বর কমানো হবে। আগে ১০০ নম্বরপত্রে এমসিকিউতে ৪০ নম্বর বরাদ্দ থাকলেও আগামী বছর থেকে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। আর ৭৫ নম্বরপত্রে ৩৫ বরাদ্দ থাকলেও আগামী বছর থেকে ২৫ নম্বর বরাদ্দ থাকবে।


শিক্ষা কারিক্যুলাম আরো যুগোপযোগী করা হবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষা পদ্ধতির একটি বড় সংস্কার করা হবে। এটি সহজ ও সাবলীলভাবে সবাই গ্রহণ করবে।


শিক্ষামন্ত্রী জানান, আগে ১০০ নম্বরপত্রে সৃজনশীল প্রশ্ন নয়টি থেকে ছয়টির উত্তর করতে হতো, সময় বরাদ্দ ছিল দুই ঘণ্টা ১০ মিনিট। কিন্তু ২০১৭ সাল থেকে ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা ৩০ মিনিট। আর ৭৫ নম্বরপত্রে আগে সৃজনশীল প্রশ্ন ছয়টি থেকে চারটির উত্তর করতে হতো, সময় করাদ্দ ছিল দুই ঘণ্টা ১০ মিনিট। কিন্তু ২০১৭ সাল থেকে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা ৩৫ মিনিট।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ।


বিবার্তা/রাসেল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com