শিরোনাম
রফতানির পাশাপাশি পণ্যের দেশীয় বাজারও বাড়ছে
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ০৯:৫৩
রফতানির পাশাপাশি পণ্যের দেশীয় বাজারও বাড়ছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিল্পায়নের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশী পণ্যের দেশজ চাহিদা থাকায় বর্তমানে স্থানীয় বাজারে দেশী পণ্যের প্রাধান্য বাড়ছে। পাশাপাশি গুণগত মান উন্নত ও তুলনামূলকভাবে কম দাম হওয়ার কারণে বাংলাদেশী পণ্য বিশ্ববাজারের নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। সামগ্রিক বিচারে দেশী-বিদেশী চাহিদা থাকায় দেশের বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি বাড়ছে।



স্থানীয় পণ্যের ইতিবাচক অবস্থানের কারণে কমছে আমদানি পণ্যের একচেটিয়া বাজার। শিল্প উদ্যোক্তারা মনে করছেন, স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের মান ও মূল্য সাশ্রয়ী হওয়ায় এমনটা হচ্ছে। এরসঙ্গে সরকারের নীতি সহায়তা পেলে সম্ভাব্য সকল ক্ষেত্রে দেশীয় শিল্প চাঙ্গা হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।



সূত্র মতে, স্থানীয়ভাবে উৎপাদিত অনেক পণ্য বিশেষ করে তৈরি পোশাক, জাহাজ, ইলেক্ট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, আইসিটি, কৃষি ও কৃষিজাত পণ্যসমূহ শুধুমাত্র নিজ দেশেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। দেশের বাইরেও বিদেশী পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করছে।



সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, শিল্পজাত দ্রব্যের ঘরোয়া চাহিদা বৃদ্ধির পেক্ষাপটে স্থানীয় শিল্পের বিকাশও ক্রমশ বাড়ছে। ফলে স্থানীয় শিল্প রফতানিমুখি হয়ে উঠছে। সিমেন্ট, ইলেক্ট্রনিক্স ও ঔষধ শিল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই শিল্পগুলো প্রথমে স্থানীয় বাজারে বিস্তৃতি লাভ করেছে। তারপর বিভিন্ন দেশে নিজস্ব পণ্য রফতানি শুরু করেছে।



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, বাংলাদেশে তৈরি ইলেক্ট্রনিক্স পণ্য খুবই উচ্চমানের এবং অনেক ক্ষেত্রে চীনা পণ্যের চেয়েও ভালো। এক সময় চীনা অর্থনীতির প্রভাবে বাংলাদেশের উদ্যোক্তারা হুমকিতে ছিলেন। কিন্তু বর্তমানে মান ও দামের বিচারে বাংলাদেশী পণ্য চীনা পণ্য থেকে অনেক সুবিধাজনক অবস্থানে।



তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের বিশ্ব প্রযুক্তির রাজধানী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা হলে বাংলাদেশ বিশ্ববাসীকে আকর্ষণীয় প্রযুক্তির পণ্য উপহার দিতে সক্ষম হবে।




বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম এইচ রহমান বলেন, বিদেশী পণ্যের স্থলাভিসিক্ত হচ্ছে দেশি পণ্য এটা খুবই ভাল দিক এবং এ কৃতিত্ব তরুণ উদ্যোক্তাদের।



শিল্প বিশ্লেষকরা মনে করেন, দেশীয় পণ্যের রফতানিমুখী ধারা ধরে রাখতে পারলে বাংলাদেশ বিশ্ব দরবারে তার সম্মানজনক অবস্থান তৈরি করতে পারবে অচিরেই।



বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com