শিরোনাম
‘ডিসেম্বরের মধ্যেই ঝুঁকিপূর্ণ ৪১৭ ভবন অপসারণ’
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:১২
‘ডিসেম্বরের মধ্যেই ঝুঁকিপূর্ণ ৪১৭ ভবন অপসারণ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিসেম্বরের মধ্যেই সারাদেশে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪১৭টি ভবন অপসারণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।


আন্তর্জাতিক দুর্যাগ প্রশমন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত ‘সচিবালয়ের অভ্যন্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয়’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪১৭টি ভবন রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ভবন ডিসেম্বরের মধ্যেই অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে ভবনগুলোতে গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।


সচিব বলেন, রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ৩২১টি, চট্টগ্রামে ২৪টি, খুলনায়৪০টি এবং সিলেটে ৩২টি। তবে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় সচিবালয়ের ৩ ও ৪ নম্বর ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কার্যালয় ভবনও রয়েছে। এসব ভবন না ভেঙে মজবুত করা হবে।


শাহ কামাল বলেন, আগামী ১৩ অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ৯ অক্টোবর সচিবালয়ে বড় ধরনের ভূমিকম্প-দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হবে।এছাড়া আগামী ১০ অক্টোবর পুরান ঢাকার সদরঘাটে কমিউনিটি ভিত্তিক মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com