দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০
দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদ শরীফসহ ইন্ডিপেন্ডেন্ট টিভির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপ ১ হাজার কোটি টাকার মানহানী মামলা করেছে। এছাড়া দেশ টিভির টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এবং প্রতিবেদক সাহদাত নিশাদের বিরুদ্ধেও ৭শ কোটি টাকার ২টি মানহানী মামলা করেছে ওরিয়ন গ্রুপ। এসব মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ইন্ডিপেন্ডন্টে টেলিভিশন ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানী মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


উল্লেখ্য, ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের দূর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মো. শামসুর রহমান এবং টেলিভিশনটির সংবাদকর্মী আবদুল্লাহ রাফির বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানী মামলা করা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের অনিয়ম দূর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেড, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মো. শামসুর রহমান এবং টেলিভিশনটির সংবাদকর্মী মাহমুদ শরীফের বিরুদ্ধে ৫শ' কোটি টাকা মানহানীর আরো ১টি মামলা করা হয়েছে।


মাহমুদ শরিফ বলেন, সকল তথ্য প্রমানের ভিত্তিতে প্রতিবেদন ২টি করা হয়েছে। প্রতিবেদন ২টির বিষয়ে ওরিয়ন গ্রুপের বক্তব্য আছে কিনা সেটা যানতে চাওয়া হলেও তারা কোনো উত্তর দেয় হয়নি। উপরন্তু তারা প্রতিবেদন প্রচার না করার জন্য নানাভাবে তদ্ববির করেছে।


ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা স্বাধীনসাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com