
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) আর মহিউদ্দিন দেশটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। নির্বাচনে শুভ ৫৮৩ ভোট পেয়েছেন। অন্যদিকে মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সহসভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. রশিদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াছমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১ হাজার ৪০৪টি ভোট পড়ে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]