ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদ, সম্পাদক তাজমুল
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪
ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদ, সম্পাদক তাজমুল
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে ডেইলি নিউ নেশন‘র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম শাহেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিবার্তা ২৪’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাজমুল হক জায়িম নির্বাচিত হয়েছেন।


২০ ডিসেম্বর, বুধবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।


পরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন নবনির্বাচিত সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ এবং সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমানুল সোহান (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ইনকিলাব), অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন), দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ (খোলা কাগজ) ও প্রচার সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জুয়েল রানা (বাংলাদেশ পোস্ট), মোর্শেদ মামুন (কালবেলা) ও মাহমুদুল হাসান (যায়যায়দিন) মনোনীত হয়েছেন।


এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে সাংবাদিক সমিতির সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ইবিসাসের সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন।


এসময় নির্বাচন পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।


নির্বাচনের ফল ঘোষণা শেষে প্রেস কর্নারে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান। ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ‘র (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী।


এসময় আরো উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইটসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা।


ইবিসাসের নবনির্বাচিত সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল অর্জনকে জাতির সামনে ভালোভাবে উপস্থাপন ও একইসাথে সকল অনিয়মকে উপস্থাপন আমাদের কাজ। আমরা আমাদের সকল যোগ্যতা দিয়ে যথাসাধ্য চেষ্টা করবো এ দায়িত্ব পালন করতে। এবিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com