৭৫ বছর ধরেই লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনিদের মানবাধিকার: ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:২২
৭৫ বছর ধরেই লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনিদের মানবাধিকার: ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের মানবাধিকারের ঘোষণাপত্রে যে অধিকার নিশ্চিত করা হয়েছে তা থেকে গত ৭৫ বছর ধরেই ফিলিস্তিনিদের বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।


১০ ডিসেম্বর, রবিবার জাতিসংঘ ঘোষণার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, জাতিসংঘ ঘোষণার আজ ৭৫তম বার্ষিকী। কিন্তু ফিলিস্তিনিরা সেই অধিকার কখনোই পায়নি বরং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সামনে আরো এগিয়ে যাচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তার মধ্যে বেঁচে থাকার অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত।


১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মৌলিক অধিকার এবং স্বাধীনতা নির্ধারণ করে জাতিসংঘের মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। যা মধ্যে রয়েছে জাতীয়তা, ধর্ম, বসবাসের স্থান, বর্ণ, ভাষা, লিঙ্গ, জাতীয় বা জাতিগত উৎস নির্বিশেষে সকল ব্যক্তির বেঁচে থাকা এবং চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com