শিরোনাম
আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করার নির্দেশ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫
আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সালি বেরিশাকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত হয়। এরপর এই রায় দেন আদালত।


তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে ২০০৫ ও ২০০৯ সালে বেরিশা তার জামাতার নামে রাষ্ট্রীয় জমি লিখে দিয়েছিলেন।


তবে এমন অভিযোগ অস্বীকার করে বেরিশা পাল্টা অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী মত দমনের জন্য আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইডি রামা রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন।


আদালতের সিদ্ধান্তের পর বেরিশার আইনজীবী জেনস গোজাকুতাজ বলেছেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করেছেন। এরপর বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি দেশ ছাড়তে পারবেন না। বেরিশা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।


বেরিশা অভিযোগ করেছেন, বিরোধী মত দমনের জন্য আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইডি রামা রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন।


আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বেরিশা বলেন, গৃহবন্দি হলেও পুলিশ থাকলে বা না থাকলেও কেউ তাকে সমর্থকদের থেকে আলাদা করতে পারবে না।


৭৯ বছরের বেরিশা আলবেনিয়ার অন্যতম বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান।


আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে বেরিশা ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজন ও রাজনৈতিক মিত্রদের সুবিধা দেয়ার অভিযোগে প্রধানমন্ত্রী থাকাকালে ২০২১ সালে বেরিশা ও তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com