
সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
২৯ অক্টোবর, রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগের।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করে সম্পাদক পরিষদ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]