শিরোনাম
দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১৯:০৫
দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কক্সবাজার আদালত। তারা হলেন- দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। রবিবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (সদর) এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


চলতি বছরের ৬ই জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে। প্রকাশিত ওই সংবাদে তথ্য দিয়ে ২০ জনের নাম প্রকাশ করা হয়। সেখানে দৈনিক যুগান্তরের সে সময়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করা হয়েছে। তার প্রেক্ষিতে ১০ই জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।


আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। ডিবি পুলিশের পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা সুজন কান্তি বড়ুয়া দীর্ঘ ৬ মাসের তদন্ত প্রক্রিয়া শেষে ১৫ই জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন।


আদালত গেল ৬ই জুলাই দুই অভিযুক্তকে ২৭শে আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু অভিযুক্তরা নির্ধারিত তারিখের মধ্যে হাজির না হওয়ায় দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com