মেধাবীদের বৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৯:৪৫
মেধাবীদের বৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যে সব সদস্যের সন্তান ২০২১ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে। আবেদন পাঠানো যাবে ৩০ মে পর্যন্ত। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


মেধাবৃত্তির জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। সেগুলো হলো:


১. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।


২. শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।


৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সাথে পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।


৪. আবেদনকারী যে সংবাদ মাধ্যমে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।


৫. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্তবলে গণ্য হবে।


আগামী ৩০ মে, ২০২৩ তারিখের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরান পল্টন (তৃতীয় তলা), ঢাকা-১০০০) পৌঁছাতে হবে।


পূর্বে যারা আবেদন করেছে, পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নাই।


বিবার্তা/জবা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com