শিরোনাম
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৮:০২
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে সাংবাদিকদের দিনব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


৮মে, সোমবার ঝিনাইদহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


জেলা পরিষদের সচিব অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন।


এসময় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বিধিমালা-২০১৮, সম্পর্কিত প্রবন্ধ (বুকলেট) উপস্থাপন করেন রুপান্তরের জেলা কো-অডিনেটর গাজী মফিজুর রহমান।


কর্মশালায় ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।


কর্মশালায় সাংবাদিক ও বক্তারা বাল্যবিবাহ রোধের বিভিন্ন কৌশল এবং করণীয় সম্পের্কে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন।


বিবার্তা/কোরবান/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com