
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ১১ বছরের বিচারহীনতার প্রতিবাদে ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যেগে লন্ডনে সাংবাদিকরা প্রতীকি কর্মবিরতি ও সংহতি সমাবেশ কর্মসুচী পালন করেছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মবিরতি পালিত হয়।
সাগর রুনি দম্পতি হত্যার বিচার সহ সাংবাদিকদের নির্যাতন বন্ধের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রেসক্লাব সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী, মুনজের আহমদ চৌধুরী, মাহবুবুল করিম সোয়েদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল বাসিত চৌধুরী,আজিজুল আম্বিয়া, আমিনুল ইসলাম, মুসলিম খান, শামছুর রহমান সোমেল, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
বিবার্তা/তানভীর আঞ্জুম/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]