বিবার্তা-জাগরণ টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় জবিরিইউ’র উদ্বেগ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০১
বিবার্তা-জাগরণ টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় জবিরিইউ’র উদ্বেগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনলাইন নিউজপোর্টাল বিবার্তা২৪ ও জাগরণ টিভির কার্যালয়ে চুরি-ভাঙচুর ও এই ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ)।


১০ ফেব্রুয়ারি, শুক্রবার সংগঠনটির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক রিসাত রহমান এই উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসদিকুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিবৃতিতে জবিরিইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সরকার নিবন্ধিত অনলাইন বিবার্তা২৪ ডটনেট ও আইপিটিভি জাগরণের কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়। সেখানে থাকা জাতির পিতার ছবিকে অরক্ষিতভাবে ফেলে রাখা হয়। এছাড়া, নগদ অর্থসহ অনেক প্রয়োজনীয় জিনিস চুরি হয়। কিন্তু এতোকিছু ঘটে যাওয়ার পরও থানায় মামলা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।


এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ) গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে অতিদ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


বিবার্তা/রাসেল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com