শিরোনাম
সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে শীতার্তদের পাশে পাবনা সাংবাদিক ফোরাম
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:৫৯
সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে শীতার্তদের পাশে পাবনা সাংবাদিক ফোরাম
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পাবনা সাংবাদিক ফোরাম।


২৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজ প্রাঙ্গণে এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের করা হয়।


শীতবস্ত্র বিতরণতকালে ফোরামের সভাপতি হাসান আলী বলেন, যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আত্মমানবতার সেবায় পাবনা সাংবাদিক ফোরামের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।


এসময় ফোরামের প্রধান উপদেষ্ঠা রোটারিয়ান জালাল উদ্দিন, দৈনিক এরোমনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এমএস ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, শহীদ এম. মনসুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. আল আমিন, ফোরামের সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, সহ-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদ, ফোরামের সদর উপজেলা সভাপতি সোবহান খান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মোমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/পলাশ/জামাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com