শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০০
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ৫ ডিসেম্বর দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এ ‘‘বঙ্গবন্ধুর খুনীর আত্মীয়, সাবেক বিএনপি নেতা মোখলেসুর পেলেন নৌকা!’’ সংবাদ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার মোখলেসুর রহমান। বুধবার (৮ ডিসেম্বর) বাজনাব ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে মোখলেসুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রনোদিতভাবে করা হয়েছে বলেও তিনি দাবি করেন ।


প্রতিবাদ পত্রে তিনি বলেন, হেয় প্রতিপন্ন ও সামাজিকভাবে বিভ্রান্ত করতে আমার বিরুদ্ধে সনামধন্য বহুলখ্যাত অনলাইন পত্রিকার মধ্যে যাচাই ছাড়া মিথ্যা সংবাদটি প্রকাশ পাওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত বিব্রত। আমার শশুরবাড়ি শিবপুর উপজেলার কানাহোটা গ্রামে। স্ত্রীর নাম মাহাবুবা সুলতানা শিল্পী, বীর মুক্তিযুদ্ধা তমিজ উদ্দিন সরকারের (তারা মিয়া) দ্বিতীয় মেয়ে। মাহবুবা সুলতানা শিল্পী একজন মুক্তিযোদ্ধার মেয়ে, শুধু তাই নয়, উনার দুই চাচা মোশাররফ হুশেন কিরন সরকার এবং বেনজির আহামেদ সরকারও মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫০ বছর পরেও কেনো একজন মুক্তিযুদ্ধার পরিবারের উপর এই ধরনের অপবাদ দেয়া হলো। তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী অতি শীঘ্রই শিবপুরের সাংসদ জহিরুল হক ভুইয়া মোহনের আপন ছোট ভাই, এবং জালাল মাস্টারের আপন চাচাত ভাই আমির হোসেন সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।


বিবার্তায় আরো পড়ুন>>> বঙ্গবন্ধুর খুনীর আত্মীয়, সাবেক বিএনপি নেতা মোখলেসুর পেলেন নৌকা!


প্রতিবেদকের বক্তব্য : গত ২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর বাজনাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোখলেসুর রহমানকে বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বঙ্গবন্ধুর খুনীর আত্মীয় উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আবেদন করেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।



সেই আবেদনের সাথে চলতি বছরের ১০ নভেম্বর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সরদার জামান ভূঁইয়া স্বাক্ষরিত প্রত্যয়নপত্রও যুক্ত করা হয়। যেখানে বলা হয়, বেলাব উপজেলা আওয়ামী লীগ'র বিভিন্ন সূত্রে তদন্ত করে পাওয়া যায়, উনি (খন্দকার মোখলেসুর রহমান) মোসলেহ উদ্দিন রিসালদারের আপন ছোট বোন মনিরা খাতুন এর মেয়ে মাহবুবা সুলতানার স্বামী। বেলাব উপজেলা আওয়ামী লীগ এই ধরণের অনুপ্রবেশকারী, ঘৃণিত ব্যক্তির শাস্তি কামনা করে। কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতরে রিসিভ হওয়া সেই আবেদনের প্রেক্ষিতে প্রতিবেদনটি করা হয়েছে। যা প্রতিবেদনের ৩ ও ৪ নম্বর কলামে স্পষ্টভাবে উল্লেখ আছে।


এ বিষয়ে আরো বিস্তারিত জানতে বেলাব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাজনাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ স্বপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারাও খন্দকার মোখলেসুর রহমানকে বঙ্গবন্ধুর খুনীর আত্মীয় বলে বিবার্তাকে জানান। যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এছাড়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাজনাব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোখলেসুর রহমান অভিযোগটি সম্পূর্ণ ভূয়া, ভিত্তিহীন বলে জানান। প্রতিবেদনে অভিযোগের ব্যাপারে তার দেয়া বক্তব্যও সুস্পষ্টভাবে রয়েছে।


বিবার্তা/সোহেল/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com