শিরোনাম
এশিয়া নিউজ নেটওয়ার্কের নতুন চেয়ারম্যান মাহ্ফুজ আনাম
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:১৯
এশিয়া নিউজ নেটওয়ার্কের নতুন চেয়ারম্যান মাহ্ফুজ আনাম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এশিয়া অঞ্চলের ২৩টি শীর্ষস্থানীয় গণমাধ্যম এএনএনের সদস্য। ১৯৯৯ সালে এএনএন জোট প্রতিষ্ঠিত হয়।


সোমবার (২৭ ডিসেম্বর) এএনএনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এএনএনের বিদায়ী চেয়ারম্যান ওয়ারেন ফার্নান্দেজের কাছ থেকে ২০২২ সালের ১ জানুয়ারি দুই বছর মেয়াদি দায়িত্ব গ্রহণ করবেন ৭২ বছর বয়সী মাহ্‌ফুজ আনাম।


মাহ্‌ফুজ আনাম দ্বিতীয়বারের মতো এএনএনের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন। তিনি ২০০৭ সালে প্রথমবারের মতো এএনএনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।


এএনএনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাহ্ফুজ আনামের নাম প্রস্তাব করেন সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রধান সম্পাদক ফার্নান্দেজ। সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস (এসপিএইচ) মিডিয়ার ইংরেজি/মালয়/তামিল মিডিয়া গ্রুপও মাহ্‌ফুজ আনামকে মনোনীত করে।


এএনএন বোর্ড সর্বসম্মতিক্রমে মাহ্‌ফুজ আনামকে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করে।


এএনএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭২ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন মাহ্ফুজ আনাম। গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে তার কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘে ১৪ বছর কাজ করার পর ১৯৯১ সালে মাহ্‌ফুজ আনাম সহপ্রতিষ্ঠাতা হিসেবে দ্য ডেইলি স্টার প্রতিষ্ঠা করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com