
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়াবাড়িতে আজ (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে একদিনের লালন স্মরণোৎসব।
স্মরণোৎসবকে ঘিরে মাজার প্রাঙ্গণে সমবেত হয়েছেন সাধু, লালন ভক্ত ও অনুসারীরা। আখড়া বাড়ির ভেতরে আসন পেতে বসেছেন তারা। পবিত্র রমজানের কারণে উৎসব সংক্ষিপ্ত করা হয়েছে।
‘পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ্নারে মন দিব্যজ্ঞানে’ সৃষ্টির সেরা জীব এই মানবকে ভজন-সাধন করলে বর্তমানেই অমূল্য নিধি বা স্রষ্টার সান্নিধ্য লাভ সম্ভব বলে ভাববাদীর স্রোষ্টা ফকিল লালন সাঁইজির মত। তাঁর মতে কোনো জাতপাত নয়, সকলেই সমান।
লালন সাঁইজি তাঁর জীবদ্দশায় শিষ্যদের নিয়ে চৈত্রের দোল পূর্ণিমা রাতে ছেঁউড়িয়ার আঁখড়াবাড়িতে রাতভর ভাব তত্ত্বকথা আলোচনা ও বানী পরিবেশন করতেন। তাঁর মৃত্যুর পরও ভক্ত-শিষ্যরা বিশেষ এ দিনটি স্মরণ করে আসছেন যুগ যুগ ধরে। দোল পূর্ণিমা চাঁদের সাথে দেহচাঁদের যে সম্মিলন, যে যোগসূত্র সেটিকে খোঁজার চেষ্টা করেছেন লালন সাঁইজি। তারই ধারাবাহিকতায় সাঁইজির ধামে তার শিষ্যরা ছুটে আসেন আত্মশুদ্ধির পথ খুঁজতে। লালন অনুসারীদের মতে দোল উৎসব সাধুসঙ্গে সাধুদের মিলনমেলায় আত্মশুদ্ধির মাধ্যমে মুক্তির পথ খুঁজে পেতে ছুটে আসেন ধামে। এ পথই সত্য পথ বলে মনে করেন তারা।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্য নিয়ে লালন অ্যাকাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় একদিনের লালন স্মরণোৎসব শুক্রবার দুপুরে শেষ হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]