
মুজিব
মুজিব আমার স্বপ্ন-সাহস
মুজিব আমার পিতা
মুজিব আমার শৌর্যে-বীর্যে
নন্দিত সংহিতা।
মুজিব আমার শিরায় শিরায়
রক্তে রক্তে প্রেম
মুজিব আমার ভালোবাসার
সূর্য-সবুজ হেম
মুজিব আমার স্বাধীনতার
অমর কাব্যের কবি
মুজিব আমার হৃদয়পটে
চিরসবুজ ছবি
মুজিব আমার পরশপাথর
পবিত্র নিষ্পাপ
মুজিব আমার বাংলা জুড়ে
একটি লাল গোলাপ।
এই বাংলা মুজিবময়
আকাশ ভরা আলোর ঢলে
শাপলা ফুলে নদীর জলে
জোনাকজ্বলা বাঁশবাগানে
ভাটিয়ালির সুরের টানে
নায়ের পালে মাঝির গানে
শিশিরভেজা ঘাসে-ঘাসে
মায়ের কোলে মুজিব হাসে।
ভালোবাসায় ভরিয়ে তীর
পদ্মা মেঘনা মধুমতির
জনগণের রাজার বেশে
মুজিব আসে সোনার দেশে।
সবুজ বনে পাখির গানে
বাতাস ফেরে খুশির তানে।
তাকাও কাছে তাকাও দূরে
পাহাড় ভেঙে পাতাল ফুঁড়ে
মুজিব আছে স্বদেশ জুড়ে।
হঠাৎ দেখি আঁধার নামে
পাখ-পাখালি সবাই থামে!
হারিয়ে যায় তারার মেলা
হারিয়ে যায় রোদের খেলা।
চাঁদের আলো মেঘের কুলে
আমের বোলে শিমুল ফুলে
লক্ষ বোনের চোখের জলে
মা-যে হারায় অতল তলে
খোকার চোখে খুকির চোখে—
আকাশ কাঁদে অধীর শোকে!
হে দয়াময়— কী দুঃসময়!!
আমার বুকে তোমার চোখে
সাহস দিতে সেই সে শোকে
আবার দেখো উচ্চ শিরে
আঁধার চিরে আকাশ ঘিরে
সূর্যের তেজে মুজিব আসে
মুজিব আসে মুজিব আসে—
মুজিব আনে মুক্তি ও জয়
এই বাংলা মুজিবময়।
কবি মুহাম্মদ সামাদ ১৯৫৬ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুরে জন্মগ্রহণ করেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। কবিতার জন্য তিনি চীন থেকে ‘ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট-২০১৮’, ‘সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’, ‘কবি জীবনানন্দ দাশ পুরস্কার’, ‘কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার’সহ দেশে-বিদেশে নানা সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যানডয়েন্সেস উআইটিএস)’-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় কবিতা পরিষদ-এর সভাপতি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]