
রোজকার জীবনে ব্যবহারের জন্য সোনার লকেট, কানের দুল, আংটির বদলে অনেক তরুণীরাই এখন হীরার দিকে ঝুঁকছেন। হাতে পরে থাকা হীরার আংটি ময়লা কিংবা ঘামে অপরিচ্ছন্ন হয়ে যেতেই পারে।
বারবার দোকানে গিয়ে পরিষ্কার করানো বড়ই ঝক্কির কাজ। বাড়িতে সোনার গয়নার মতো করে হীরার গয়না সাফ করা ঠিক নয়।
তা ছাড়া যদি কোনও ভাবে এক টুকরো হীরে কোথাও আংটি থেকে খুলে হারিয়ে যায়, তা হলেও কপাল চাপড়ানো ছাড়া উপায় থাকবে না। তাই বাড়িতে এই গয়না পরিষ্কার করতে মেনে চলুন বিশেষ নিয়ম।
১) ঘরোয়া উপকরণ দিয়েই হিরের গয়না পরিষ্কার করা সম্ভব। প্রথমে চার কাপ জলে এক চা চামচের সমান মৃদু মাত্রায় তরল বাসন মাজার সাবান গুলে নিতে হবে।
২) মিশ্রণটি ভাল করে নাড়িয়ে নিন, ফেনা হয়ে এলে ওই পাত্রে আংটি কিংবা গয়নাগুলি মিনিটের কুড়ির জন্য ডুবিয়ে রাখুন।
৩) কুড়ি মিনিট পর গয়নাটি জল থেকে তুলে, একটি নরম দাঁত মাজার ব্রাশ দিয়ে অল্প অল্প করে ঘষে তুলে ফেলুন ময়লা।
৪) নরম কাপড় দিয়েও একই কাজ করা যেতে পারে। ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে আংটি কিংবা গয়নাটিকে পুনরায় সাবান জলে চুবিয়ে রাখুন।
৫) খানিক ক্ষণ পর তুলে নিয়ে নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে আপনার সাধের হীরার আংটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]