ঘুম থেকে উঠতেই হতাশা-উদ্বেগ ঘিরে ধরছে, কী করবেন?
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:৩৪
ঘুম থেকে উঠতেই হতাশা-উদ্বেগ ঘিরে ধরছে, কী করবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাজ থেকে ফিরে অনেক রাতে ঘুমোতে গিয়েছেন। কিন্তু মনের মধ্যে কোনও কারণে চাপা উদ্বেগ রয়ে গিয়েছে।


সকালে ঘুম থেকে ওঠার পর সেই উদ্বেগ, হতাশাই ঘিরে ধরছে আবার। এমন সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে দেখেও বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকে।


মনোবিদেরা বলছেন, এ সবই ‘মর্নিং অ্যাংজাইটি’র লক্ষণ হতে পারে। সাধারণ মানুষ থেকে নিজেদের পেশা সফল, বলিউড-হলিউডের বিখ্যাত বহু তারকাই মর্নিং অ্যাংজাইটির শিকার।


ঠিক কোথা থেকে এই সমস্যা শুরু হয় তা নির্দিষ্ট করে বলা না গেলেও এই ধরনের সমস্যা বশে রাখতে কী কী করা যায়, তার সম্ভাব্য ধারণা দিয়েছেন চিকিৎসকেরাই।


১) শরীরচর্চা করা


সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কোনও কারণে মনের মধ্যে উদ্বেগ দেখা দেয়, তা হলে জোর করে শরীরচর্চায় মন দেওয়ার চেষ্টা করতে হবে। নিয়মিত শরীরচর্চা করলে হ্যাপি হরমোন অর্থাৎ ‘এনডরফিন’-এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ফলে মন-মেজাজ ফুরফুরে থাকে। পাশাপাশি মস্তিষ্কের কাজকর্ম নিয়ন্ত্রণ করে যে সমস্ত রাসায়নিক, তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।


২) কফি খাওয়ার অভ্যাসে লাগাম দেওয়া


কফির কাপে চুমুক না দিলে সকালে ঘুম ভাঙে না। কাজে গতি আসে না। মনোবিদেরা বলছেন, উদ্বেগজনিত সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে ক্যাফিন। তাই সকালের কফির বদলে ভেষজ চায়ে চুমুক দিতে পারেন।


৩) কাজের তালিকা তৈরি করা


ঘরে-বাইরে সারা দিন ধরে নানা রকম কাজ করতে হয়। কোন কাজ কখন করবেন, ঠিক সময়ে তা শেষ হবে কি না কিংবা এত কাজের মধ্যে কোনওটি যদি করতে ভুলে যান— এই সব নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ দেখা দেয়। তাই মনোবিদেরা বলেন, উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন কাজ এড়িয়ে চলতে। ভুলে যাওয়ার সমস্যা এড়াতে ডায়েরিতে লিখে রাখলেও উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com