গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:৪৬
গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।


সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে হত্যা মামলার বাদীরা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।


যাদের মরদেহ উত্তোলন করা হবে, তারা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।


বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেছেন, নিহতের ঘটনায় দায়ের করা মামলার বাদীগণ আজ আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের জন্য আবেদন করেন। আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের লাশ আগে উত্তোলন করব।


বিবার্তা/শান্ত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com