সরাইলে একটি ট্রাককে
ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত ৩০
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:২১
ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।


জানা গেছে, আহতদের বেশির ভাগই নারী। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, কুট্রাপাড়া এলাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের নিয়ে একটি বাস প্রতিদিন আশুগঞ্জ থেকে আসে। সকালে ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সেখানে ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। যাদের বেশির ভাগই ছিল নারী।


খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com