
বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বলেই '৯১ এর নির্বাচনে আপনাদের ক্ষমতায় নিয়েছিল জনগণ। কিন্তু '৯৬ পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারেন নাই কেন। আবারো দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করে ২০০১-এর নির্বাচনে ক্ষমতায় নিয়েছিল এদেশের জনগণ। কিন্তু পরে আর পাশ করতে পারেননি কেন। জিয়াউর রহমান সাহেব ভালো ছিল বলেই আপনাদেরকে জনগণ বিজয়ী করেছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি। বারবার ফেল করেছেন। আপনাদের আমলে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং হ্যাটট্টিক করেছেন। বিএনপির আমলে সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে র্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই র্যাবের হাতেই সবচেয়ে বেশি ক্রসফায়ারে মারা গেছে বিএনপির লোকজন।
২১ জুলাই, সোমবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ফখরুল সাহেব বক্তব্যে বলেছিলেন “বাংলাদেশকে রেমবো ন্যাশন করবেন (রংধনু জাতী)। যেখানে বিভিন্ন জাতের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শেরসহ সকল ধরনের মানুষ থাকবে এবং সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান।” কীভাবে করবেন? বিরোধীদলীয় নেতা কর্মীদের গলায় টিপে ধরে? একদিকে রেমবো ন্যাশন স্লোগান দিবেন, অপরদিকে বিরোধী দলীয় নেতাকর্মীদের সহ্য করতে পারবেন না, মামলা, হামলা করবেন, এটা কিভাবে রেনবো ন্যাশন হবে। এটা রেনবো ন্যাশন হয়না, ঝুলুমবাজ হয়।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না, তেমনই দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। হাজারবার নেতা-দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি আসবে না। তারা বার বার ফেল করেছে, আমি অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা করুন, হাতপাখাকে পরীক্ষা করুন, যদি আমরা ফেল করি তবে পরীক্ষার হলে আর ঢুকবো না।
ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুব আন্দোলন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]