লামায় বাঁশের ভেলায় চড়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২২:২২
লামায় বাঁশের ভেলায় চড়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত কয়েক দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভরে গেছে বান্দরবান জেলার লামা উপজেলাস্থ রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালটি। এতে চরম দুর্ভোগে পড়েন এ খালের লাগোয়া পশ্চিম গাজী পাড়া ও দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দারা। অচলাবস্থার সৃষ্টি হয় এ দুই পাড়ার স্বাভাবিক জীবন যাত্রার।


প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থার সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নিজ খরচে বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। প্রবল স্রোতের সময় ভেলায় চড়ে পার হতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়েন পাড়ার শিক্ষার্থী ও বাসিন্দারা।


চরম দুর্ভোগ থেকে রক্ষায় খালের উপর ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি তুলেন স্থানীয় গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন, বৃদ্ধ আব্দুল কুদ্দুস ও আফজাল হোসেনসহ শিক্ষার্থী মো. ইয়াছিন, আলিফা আক্তার, রাবেয়া আক্তার।


তারা বলেন, ‘সরকার আসে, সরকার যায়’ কিন্তু লামা খালের পশ্চিম গাজীপাড়াস্থ পারাপারে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই কারো। এ বিষয়ে জানতে চাইলে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা খাল পারাপারের বিষয়টি শুনেছি। তাই লামা খালের পশ্চিম গাজী পাড়া এলাকাস্থ ব্রিজ নির্মাণ জরুরী হয়ে পড়েছে। শীঘ্রই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com