তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির মশাল মিছিল
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২২:১৮
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির মশাল মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেছে জেলা বিএনপি (একাংশ)।


রবিবার (২১ জুলাই) রাত ৮টার সময় শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলী, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সমাবেশে ডা. ইব্রাহিম রহমান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটুক্তি দেশের কোনো বিএনপির নেতাকর্মীরা সহ্য করবেনা । তারা যদি মনে করে শুধুমাত্র তারাই স্বৈরাচার পতন করিয়েছে তাহলে তাদের ভুল হবে কেননা স্বৈরাচার পতন করতে বিএনপির ভূমিকা ছিলো অন্যতম। একই সাথে বাবু আরও বলেন, যখনই কেউ বিএনপি বা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করবে তখনই আমরা তার কুশপুত্তলিকা দাহ করব।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com