বাবুল-ইলিয়াসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ জুন
প্রকাশ : ১৪ মে ২০২৩, ২৩:২৬
বাবুল-ইলিয়াসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ জুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৮ জুন ধার্য করেছেন আদালত।


রবিবার (১৪ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এদিন ঠিক করেন।


সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি মামলাটি বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাইবার ট্রাইব্যুনালে আসে। এরপর আদালত মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করেন।


চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও তার বাবা আবদুল ওয়াদুদ মিয়া। তবে সাংবাদিক ইলিয়াস পলাতক।


এর গত গত ১১ মে ঢাকা মহানগর আদালত মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।


২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com