নাশকতা মামলায় জামায়াত নেতা কারাগারে
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৭:০৫
নাশকতা মামলায় জামায়াত নেতা কারাগারে
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৩ মার্চ) নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের নিকট আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।


আটক ইয়াছিন আলী উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সূরা সদস্য।


জানা গেছে, গত ২৫ জানুয়ারি উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজি পাড়ার একটি মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় সংবাদে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছিলেন। পুলিশের অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী টের পেয়ে কৌশলে সঠকে পড়েন। এর উচ্চ আদালতের জামিন নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। উচ্চ আদালতের জামিনের সময়সীমা শেষ হলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে, জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত আদালত তাকে কারাগারে পাঠান।



বিবার্তা/আপেল/নয়ন




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com